সাহিত্য কথা


বাংলা ভাষা ও সাহিত্য

১. 'সৌম্য' - এর বিপরীত শব্দ
- উগ্র

২. সমাস ভাষাকে কি করে?
- সংক্ষেপ করে
৩. 'একাদশে বৃহস্পতি'- এর অর্থ কি?
- সৌভাগ্যের বিষয়
৪. ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে।  কি বিপদ! বাক্যে 'কী' এর অর্থ-
- বিরক্তি
৫. 'বায়স' অর্থ কি?
- কাক
৬. "কচু বনের কালা চাঁদ " এর অর্থ-
- অপদার্থ
৭. যা বলা হয় নি -
- অনুক্ত
৮. 'মৌমাছি' কার ছদ্মনাম?
- বিমল ঘোষ
৯.' অহংকার ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
- অহম্ + কার
১০. 'ঠাকুরমার ঝুলি' কার লেখা?
- দক্ষিণারঞ্জন
১১. 'ধূমকেতু' কোন কবির ছদ্মনাম?
- কাজী নজরুল ইসলাম
১২. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' প্রথম কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৩ সালে
১৩. "সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই।" কবিতাংশটুকুর রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলাম
১৪. জহির রায়হানের রচনা কোনটি?
- বরফগলা নদী
১৫. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিচের কোন কবির নাম জড়িত?
- রবীন্দ্রনাথ ঠাকুর

মাইজভাণ্ডারী স্কুলের সাথে থেকে শিখুন এবং শেয়ার করে অন্যকেও শিখার সুযোগ কর দিন।



No comments

Theme images by Leontura. Powered by Blogger.