মশার কামড়ে কি HIV হয়?





মশা ও HIV Virus

HIV হলো এইডস রোগসৃষ্টিকারী ভাইরাস যা মানুষের রক্ত,বীর্য, মায়ের বুকের দুধ ইত্যাদি বডি ফ্লুইডের মাধ্যমে বাহিত হয়। মনে করেন একটি মশা HIV আক্রন্ত একজন মানুষের রক্ত খেয়েছে। তখন কিন্ত HIV আক্রান্ত রোগীর রক্ত মশার দেহে প্রবেশ করবে। এখন প্রশ্ন হতেই পারে, সেই মশা যদি সুস্থ ব্যক্তিকে কামড় দেয় তাহলে কি তার এইডস হবে?

উত্তরটি হলো না!
আসুন, এবার সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন,আপনি বিমান করে কোথাও যাবেন। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে?
বুঝতেই পেরেছেন টিকিট সংগ্রহ করতে হবে। এখন আপনি যদি ঐ টিকিট নিয়ে বিমানে যান তবেই আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। টিকিট না থাকলে কিন্তু বিমানে ওঠা প্রশ্নই আসে না।
কি বুঝলেন? টিকিট ছাড়া কোথাও ঢুকা যায় না।

আমাদের রক্তে HIV ভাইরাসের আবাসস্থ হলো T-Cell নামক একধরনের কোষ। এই T-Cell এর ভেতর প্রবেশ করতে হলে HIV ভাইরাসের একধরনের টিকিট লাগে। সেই টিকিটের নাম হচ্ছে GP-140, যা ভাইরাসটির খোলসে অবস্থান করে। এখন, এই টিকিট দিয়ে কেবল মানুষের T-Cell এ প্রবেশ করা যাবে। কারন, কেবল মানুষের T-Cell ই এই টিকিট শনাক্ত করতে পারে।
এখন চিন্তা করুণ, আপনি কি গাড়ির টিকিট করে বিমানে ওঠতে পারবেন? অবশ্যই না!
HIV Virus যখন মশার দেহে প্রবেশ করে তখন তার সেই GP-140 টিকিট মশার কোনো কোষেই আর কাজ করে না। তাই, এই ভাইরাস মশার কোষে প্রবেশ করে বংশবিস্তার করতে পারে না। ভাইরাসটি কিছু সময় পর ধ্বংস হয়ে যায়। সতরাং, সেই মশা কোনো সুস্থ মানুষকে কামড়ালে তার এইডস হবে না। কারন, মশা HIV ভাইরাস বাহক নয়।
HIV এর পূর্ণ রুপ হলো Human Immunodeficiency Virus. মানে, মানুষ ছাড়া অন্য কোনোপ্রণীতে এটি রোগ সৃষ্টি করতে পারে না।

1 comment:

Theme images by Leontura. Powered by Blogger.