রোযার হাকীকত
#সূফীদর্শন
#পর্ব_৪২
#রোযার_হাকীকত
নফসের কামনাকে সংযত ও নিয়ন্ত্রণে রাখাই হলো রোযার হাকীকত। সমস্ত তরীকত এর মধ্যে লুক্কায়িত। তাই হযরত জুনাইদ বোগদাদি (রঃ) বলেছেনঃ “রোযা তরীকতের অর্ধাংশ।” হযরত আলী হাজবিরী ওরফে হযরত দাতা গঞ্জে বখ্শ (রঃ) বলেনঃ আমি একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে আরয করলাম, হে আল্লাহর রাসূল! আমাকে কিছু নসিহত (উপদেশ) দিন। তিনি বললেনঃ “তোমার পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখ । ”
কেননা মানুষ তার এ পঞ্চ ইন্দ্রিয় অর্থ্যা চোখ, কান, নাসিকা, জিহ্বা ও ত্বক-এর দ্বারা নেক ও পাপকাজ করতে পারে। এ পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর আনুগত্য ও নাফরমানীর জন্য সমান উপযোগী। একদিকে ইলম, আকল ও রুহ্ এবং অন্যদিকে নফস কামনাকে এ পঞ্চ ইন্দ্রিয় ব্যবহারের জন্য সমান সুযোগ দেয়া হয়েছে। এবার এটা মানুষের ইচ্ছার উপরই নির্ভর করে যে, সে এ পঞ্চ ইন্দ্রিয় স্বীয় নিয়ন্ত্রণে রেখে তা ইলম, আকল ও রুহে্র মাধ্যমে ব্যবহারের চেষ্টা করবে কিংবা নফসের কামনা-বাসনার উপর ছেড়ে দেবে। সুতরাং এগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য রোযা রাখা অপেক্ষা উত্তম আর কোন উপায় নেই।
উৎসঃ ১৭৭-১৭৮ নং পৃষ্ঠা, কাশফুল মাহফুজ (মারেফাতের মর্মকথা), লেখকঃ হযরত দাতা গন্জে বখ্শ (রঃ), অনুবাদঃ মুহাম্মাদ সিরাযুল হক।
thanks bro
ReplyDelete